হাইপোসপিডিয়াস সমস্যা

A
দেশ রুপান্তর
মো. আব্দুল্লাহ আল মাহমুদ শোভন 

প্রকাশ : ০৯ মে ২০২৫, ১২:১৫ এএম আপডেট : ০৯ মে ২০২৫, ১২:১৫ এএম

 

হাইপোসপিডিয়াস হলো ছেলে নবজাতক শিশুর প্রস্রাবের রাস্তার একটি জন্মগত ত্রুটি। সাধারণত ৪ ভাগ নবজাতকের এমন সমস্যা দেখা দেয়। এই হিসেবে প্রতি ৩০০ জন শিশুর মধ্যে ১ জন ছেলেশিশুর এ ধরনের সমস্যা হতে পারে। এই রোগের সঠিক কারণ জানা না গেলেও জিনগত ত্রুটি বা পরিবেশগত পরিবর্তন বা মা-বাবার হরমোনজনিত রোগের কারণে এমন হতে পারে। এদের মধ্যে ১০ ভাগ বাচ্চারা ডিএসডি (থার্ড লিঙ্গ)-এর সঙ্গে জড়িত।

প্রস্রাবের স্বাভাবিক রাস্তা ছাড়াও অতিরিক্ত ১ বা ২টি ফুটো থাকবে প্রস্রাবের রাস্তায়।পুরুষাঙ্গটি বাঁকা থাকবে।পুরুষাঙ্গটি সামনের অংশে কম চামড়া এবং পেছনের দিকটায় অতিরিক্ত চামড়া দেখা যাবে।

কী করতে হবে?

শুরুতেই এই সমস্যা দেখা দিলে অবশ্যই শিশু সার্জারি বিশেষজ্ঞ দেখিয়ে পরামর্শ নিতে হবে।

অপারেশন লাগবে কি?

এ ধরনের সমস্যায় অবশ্যই অপারেশন লাগবে। সাধারণত ৬ থেকে ১৮ মাসের মধ্যে অপারেশন করাতে পারলে সব থেকে ভালো।

কী অপারেশন করা হয়?

ইউরেথ্রোপ্লাসটির মানে হলো ইউরেথ্রো মানে মূত্রনালি, আর

প্লাসটি শব্দের অর্থ হলো মেরামত। অর্থ হলো নতুনভাবে মূত্রনালি মেরামতের করে দেওয়া, যাকে ইউরেথ্রোপ্লাসটি বলে।

অপারেশন না করালে কী কী সমস্যা হতে পারে?

বাচ্চার প্যান্ট বা পায়জামা ভিজা থাকবেবাচ্চার ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হবে বাচ্চার মানসিক আনন্দ নষ্ট হবেবাচ্চা বড় হলে যৌন মিলনে সমস্যায় ভুগবে বাবা হতে সমস্যা হতে পারে

রোগের ধরন

হাইপোসপিডিয়াস সাধারণত তিন ধরনের সমস্যা দেখা দেয়।

অগ্রভাগে মূত্রনালিতে ফুটো (Distal penile) দেখা দেয় ৬০ ভাগ শিশুদের।মধ্যভাগে মূত্রনালিতে ফুটো (Mid penile hypospadias) দেখা দেয় ৩০ ভাগ শিশুদের।পশ্চাৎ মূত্রনালিতে ফুটো  (Proximal hypospadias)  দেখা দেয় ২০ ভাগ শিশুর।

অগ্রভাগে মূত্রনালিতে ফুটো সবচেয়ে বেশি দেখা যায়। এর অপারেশন যেমন সহজ, তেমনি সফলও হয়। অপারেশন করালেই মুসলমানি করাতে হয় না। তবে এই অপারেশন এরপর কমন একটি সমস্যা তৈরি হয় ফিস্টুলা। বেশি বয়সে অপারেশন করালে সফলতা তুলনামূলক কম।

করণীয়: এ ধরনের সমস্যা আবার অনেকের আপনাআপনি ঠিক হয়ে যায়। যদি না হয় ৬ মাস পর ২য় অপারেশন করাতে হবে।